Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জের জিনজিরায় গণসংযোগ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার নিজ সংসদীয় আসন ঢাকা-৩ কেরানীগঞ্জের জিনজিরা বাস্ট্যান্ড ও জিনজিরা বাজার এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন করেছেন। গত শুক্রবার বিকেল ৪টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি এই গনসংযোগ ও লিফলেট বিতরন করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ।গত ২০০৮ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪সালের ৫জানুয়ারীর নির্বাচনে তিনি এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তিনি তার এই আসনের গত ১০বছরের উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড এবং ভবিষ্যতের আরো উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেন। এসময় তিনি ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন ।আগামীতে তাকে নৌকা প্রতিকে আবার ভোট দিয়ে নির্বাচিত করে এই আসনের তার উন্নয়নের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তাদের কাছে আহবান জানান। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ঢাকা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,জিনজিরা ইউনিয়ন আওয়ামীগের আহবায়ক হাজী মোস্তাক হোসেন, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আজাহার আলী বাঙ্গালী,মোবারক হোসেন নবেল, হাজী দেলোয়ার হোসেন,কেরানীগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম খোকন,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগনেতা জুনাইদ সারোয়ার, নাসির উদ্দিন, জিনজিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল মেম্বর, জিনজিরা ইউনিয়ন স্বোসেবক লীগের সভাপতি মোঃ রুবেল ও সাধারন সম্পাদক মোঃ অপু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংযোগ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ