Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিকলী-বাজিতপুরে আ.লীগ নেতা শাহ নূরের গণসংযোগ

নিকলী ( কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূর । তিনি কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই নিকলী বাজিতপুরে নির্বাচনী প্রচারণা জমিয়েছেন শহীদুল্লাহ শাহ নূর। হাট-বাজার ও গ্রামের পাড়া মহল্লায় এখন আলোচনার ঝড় কে পাচ্ছেন এবারের নৌকা ? গতকাল কয়েক শ’ নেতাকর্মী নিয়ে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ মজলিশপুর, বদলপুর, গরিপুর, জালালপুর, শান্তিপুর, শহরমুল ও নানশ্রী গ্রামে গণসংযোগ করেন আ.লীগের এ নেতা । বাদ জহুর বাগুয়াখালী জামে মসজিদ সংলগ্ন নুরানী মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার মুসল্লিদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমাদের নিকলী হতে করিমগঞ্জ সংযোগ সড়কের বিশাল রাস্তা আওয়ামী লীগের উন্নয়নের স্বাক্ষর বহন করবে আজীবন। এছাড়া কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে কুরআন হাদীস শিক্ষার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট চাই। পরে তিনি মাদ্রাসা ছাত্রদের পড়ালেখার খোঁজ খবর নেন এবং আদর্শ মানুষ হওয়ার জন্য ছাত্রদের উপদেশ দেন। খোঁজ নিয়ে জানা যায় তরুণ এ নেতা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত মতবিনিময় সভার পাশাপাশি লিফলেট বিতরণ এবং ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য শাহ নূর নির্বাচনের মাঠে তরুণ সমাজের কাছে তাদের প্রিয় নেতা হিসাবে পরিচিত। গণসংযোগে আসা তরুণ ভোটারদের সাথে প্রার্থী শাহ নূরকে নিয়ে কথা হলে তারা ইনকিলাবকে জানায় আমরা নিকলী বাজিতপুরের সংসদ সদস্য হিসেবে আদি যুগের ধারার পরিবর্তন চাই, শিক্ষিত নেতা চাই । যিনি ব্যক্তির নয়, এলাকার কল্যাণে কাজ করবেন। সংসদে আমাদের সমস্যা ও উন্নয়নের কথা বলবেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংযোগ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ