Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে শিশুকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সাভারে এক শিশুকে পিটিয়ে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে থাকা একটি পরিত্যাক্ত পুকুর থেকে ওই শিশুটিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

নিহত ওই শিশু বাবা-মায়ের সাথে সাভার পৌর এলাকার উলাইল মহল্লার এহসান উল্লার মালিকানাধীন পাঁচ তলা বাড়ির নীচ তলায় ভাড়া থাকতো। তার বাবা মাখলুক আহমেদ স্থানীয় ডেনিয়েল টেক্স নামক একটি তৈরী পোশাক কারখানায় কাজ করেন জানিয়েছে পুলিশ। শিশুর বাবা মাখলুক আহমেদ জানান, বুধবার দিনের কোন এক সময় আমার মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার পর লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় দুর্বৃওরা।

বৃহস্পতিবার দুপুরে পুকুরে বস্তাবন্দি লাশ ভেসে উঠলে এলাকাবাসি উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় বলেন, প্রাথমিকভাবে নিহত শিশুটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ