মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই এই বিল নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, ‘মন্ত্রীসভা মৃত্যুদণ্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে।’ তিনি বলেন, কাগজপত্র সব চূড়ান্ত পর্যায় আছে। অ্যাটর্নি জেনারেলও জানিয়েছে যে এখন বিলটি উত্থাপনের জন্য প্রস্তুত। মন্ত্রী বলেন, যেহেতু আমরা মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছি। তাই অপেক্ষায় থাকা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সাজা দেওয়া হবে না। আমরা পারডন বোর্ডকে তাদের কাছে জমা পড়া আবেদন নিয়ে পর্যালোচনার করার জন্য জানাবো। আগামী সোমবার পার্লামেন্টের পরবর্তী অধিবেশন বসার কথা রয়েছে। মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে প্রশংসা করেছে মানবাধিকার সংগঠনগুলো। বর্তমানে মাদক পাচার ও হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।