Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ বিভ্রাট নিরসন করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সাধারণত বর্ষা মৌসুমে কমবেশি বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। বর্তমানে ঝড় নেই, বৃষ্টি নেই; তবুও নিয়মিত চলে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। কোনো কারণ ছাড়াই কেন এই বারবার বিদ্যুৎ বিভ্রাট? বিদ্যুৎ বিভাগ এবং সরকারের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। লোডশেডিং শব্দটা নিয়েও তাদের ঘোরতর আপত্তি। তারা স্বীকার করেছেন, বিদ্যুৎ সঞ্চালনের সাবস্টেশনের অভাব রয়েছে। ফলে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহের মধ্যেও বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রতিটি স্কুল-কলেজে শুরু হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কোনো কিছু তোয়াক্কা না করে অবাধে চলছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত সময়। মফস্বলের শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরকারের শিরস্ত্রাণের সবচেয়ে রঙিন পালকটি নিষ্প্রভ হয়ে পড়ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে যতটা নজর দেওয়া হয়েছে, সঞ্চালন লাইন সম্প্রসারণে ততটা নজর দেওয়া হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে সঞ্চালন ব্যবস্থার সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ যেমন আধুনিক জীবনের অনুষঙ্গ, তেমনি উন্নয়নের হাতিয়ার। তাই জাতীয় অগ্রগতির স্বার্থে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
নিগার সুলতানা সুপ্তি
প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন