মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রত্যয় নিয়ে জুলাইয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। পূর্ববর্তী নেতারা রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। ঘুষখোর-দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরতে এবার নতুন আইন করতে যাচ্ছেন ইমরান। লাহোরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। ইমরান বলেছেন, চরম অর্থসংকটে রয়েছে পাকিস্তান। চুরি হওয়া দেশের সম্পদ উদ্ধার করতে পারলেই সে সংকট দূরীভূত হবে। গত কয়েক দশকে পাকিস্তানের কোটি কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ চুরি হয়েছে। সেগুলো দেশ থেকে পাচার হয়েছে। নতুন আইন করার বিষয়ে ইমরান বলেন, আইনটি হলে দুর্নীতিগ্রস্ত নেতাদের চিহ্নিত করা যাবে। এসব নেতার কাছ থেকে অসদুপায়ে অর্জিত প্রায় ২০ শতাংশ সম্পদ রাষ্ট্রের কাজে লাগানো যাবে। আর বাকি ৮০ শতাংশ অর্থ দিয়ে পাকিস্তানের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। তিনি জানান, নতুন আইন তৈরির বিলটি কয়েক দিনের মধ্যে পার্লামেন্টে তোলা হবে। সূত্র: দ্য ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।