Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটি টাকার ইয়াবাসহ বাস জব্দ চালক সহকারী আটক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কোটি টাকা মূল্যের ২১ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর এস আলম পরিবহনের একটি বাস জব্দ করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে বাসটির চালক মো. অহিদুল আলম (৪৬) ও তার সহকারী মো. মোশারফ আলীকে (৪২)। র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি বাসে ইয়াবা আছে এমন খবর পেয়ে গতকাল (সোমবার) ভোরে এ অভিযান চালানো হয়। নগরীর কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় চেকপোস্ট অতিক্রমকালে বাসটিকে থামার সঙ্কেত দেয়া হয়। এ সময় চালক বাস রেখে পালিয়ে যেতে থাকেন। পরে তাকে আটক করা হয়। তার দেখানো মতে, ড্রাইভিং সিটের পেছনে টুলবক্সে ইয়াবার চালানটি পাওয়া যায়। জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ