Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল্লাহ তায়ালা নবীজীর সম্মানকে সর্বোচ্চ স্থানে স্থাপন করেছেন -আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম | আপডেট : ১২:১৩ এএম, ৮ অক্টোবর, ২০১৮

প্রেস বিজ্ঞপ্তি : রাজধানীর লালমাটিয়া মোহাম্মদপুরস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এমএ) মাদরাসা কমপ্লেক্সের উদ্দ্যেগে সম্প্রতি মাসিক জিকির ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোআ, তাফসীর ও বাইয়াত করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। ডেসকোর সাবেক জিএম মো. শফিকুল ইসলাম চৌধুরী সাহেবের সভাপতিত্বে কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. খলিলুর রহমানের পরিচালনায় এবং শেখ জহির আহমেদ ও নায়েবে আমীর মো. রুহুল আমিন খান মেহেদীর সঞ্চালনায় মাহফিলে ওয়াজ করেন মাওলানা ডা. আবদুছ ছবুর কামাল, মাওলানা মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক মাওলানা মো. তোজাম্মেল হক, মাওলানা মো. মাঈনুদ্দিন এবং মাওলানা হাফেজ আবদুল আউয়াল প্রমুখ। মিলাদ পাঠ করেন খলিফায়ে জৈনপুরী লায়ন্স মো. রুহুল আমিন ও ডা. শেখ আকবর আলী। জৈনপুরী পীর সাহেব বলেন, স্বয়ং আল্লাহ তা’আলা তার প্রিয় রাসূল (সাঃ) এর গুণগান ফজিলত ও মহান মর্যাদার উল্লেখ করে বলেন ‘ওয়া রাফায়া’না লাকা জিক্রাকা’ অর্থাৎ ‘আমি তোমার জন্য তোমার খ্যাতী সমুন্নত করেছি’। হযরত মুজাহিদ (রহ:) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যেখানে আমার (আল্লাহর) আলোচনা হবে সেখানে তোমারও আলোচনা হবে। যেমন কালেমা, আযান, নামাজ যাবতীয় নেক আ’মলে প্রিয় নবীজির নাম আল্লাহর নামের সাথে সংযুক্ত রয়েছে। নবীজির নাম ছাড়া ঈমান থেকে শুরু করে কোন ইবাদতই কবুল বা পরিপূর্ণতা লাভ করবে না। তাই আল্লাহ তায়ালা বলেন, হে আমার প্রিয় হাবীব আমি স্বয়ং আল্লাহ আমার নামের সাথে তোমার নামকে সংযুক্ত করে তোমার শান ও মানকে বিশ্ব জগতের স্থানে স্থাপন স্থাপন করেছি। পীর সাহেব বলেন, এই আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা ও এতিমখানা নবীজী (সাঃ) এর মহাব্বত ও ভালবাসার উপর স্থাপিত। বর্তমান কামিল রেজাল্টসহ বিগত দশ বছর ধরে কামিল পরীক্ষায় ১ম শ্রেণীসহ শতভাগ পাশের গৌরব অক্ষুন্ন রেখে চলেছে। পীর সাহেব আরও ঘোষণা দেন, আমি আপনাদের শিক্ষার্থীদের থাকা-খাওয়া ফ্রি করে দিব ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবীজী

১৩ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ