Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে নৌকার পক্ষে গণসংযোগ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

‘বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে নৌকার পক্ষে প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা আ.লীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা।

গত শনিবার সকাল ১০টায় পৌরসভাস্থ টাউন স্কুলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান ছবির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান, হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহআলম মৃধা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. কাজল বরণ দাস, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক এইচ এম আনোয়ার হোসেনসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য তৃণমূল নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা বলেন ‘প্রাধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসন মনোনয়ন দেন তাহলে আমি যেমন বিপুল ভোটে জয়ী হবো, তেমনি এ আসনের সকলের উন্নয়নের জন্য কাজ করব। যেমন করেছিলাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা চেয়ারম্যান থাকতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংযোগ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ