Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ৫ রাজ্যে মাসব্যাপী ভোট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

পাঁচটি রাজ্যে এক মাসব্যাপী ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। শনিবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ইসি প্রধান ওপি রাওয়াত। নির্বাচন কমিশনার জানান, দু-দফায় নির্বাচন হবে ছত্তিশগড়ে। প্রথম দফার ১৮টি আসনে নির্বাচন হবে ১২ নভেম্বর। আর দ্বিতীয় দফার ৭২টি আসনে নির্বাচন হবে ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ ও মিজোরামে একই দিনে নির্বাচন হবে। ২৩০টি আসনের মধ্যপ্রদেশ বিধানসভার ভোট ২৮ নভেম্বর। ওই দিন ৪০ আসনের মিজোরামেও ভোট হবে। রাজস্থান ও তেলঙ্গানায় ভোট হবে ৭ ডিসেম্বর। সব রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর। লোকসভা ভোটের আগে এটাই বিজেপি ও কংগ্রেসের শেষ বড় নির্বাচনী পরীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামের বিধানসভা ভোট নির্ধারিতই ছিল চলতি বছরের শেষে। গত মাসে আচমকা তেলেঙ্গানা বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও। ফলে সেখানেও ভোট এগিয়ে আনা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করে ইসি। প্রথমে অবশ্য দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী তারিখ ঘোষণার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বদলে বেলা ৩টায় করা হয়। শেষ মুহূর্তে আচমকা এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার টুইট করে এর পেছনে প্রধানমন্ত্রী মোদির সভার দিকেই ইঙ্গিত করেছে। এ দিনই বেলা ১টা থেকে রাজস্থানের আজমেরিতে মোদি সভা করেন। এ কারণেই ইসি তাদের সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে দেয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতেই ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্য তিনটি হল মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়। মধ্যপ্রদেশ বিধানসভায় ২৩০টি আসন। ২০১৩ সালের ভোটে বিজেপি একাই জিতে নিয়েছিল ১৬৫টি। কংগ্রেস পেয়েছিল ৫৮টি আসন। অন্যান্য ৭। রাজস্থানে ২০০ আসনের মধ্যে ১৬৩টিতে জিতে ক্ষমতায় বসে বিজেপি। কংগ্রেস পেয়েছিল মাত্র ২১টি আসন। ১৬টি আসন ছিল অন্যদের দখলে। ছত্তিসগড়ে ৯০ আসনের মধ্যে ৪৯ আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পায় ৩৯টি আসন। অন্যান্য দুই। মিজোরাম কংগ্রেসের দখলে। ৪০ আসনের বিধানসভায় কংগ্রেস জিতেছিল ৩৪টিতে। তেলেঙ্গানা রাজ্য গঠনের পর এই প্রথম সেখানে বিধানসভা ভোট হতে চলেছে। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে ভারতের ২৯তম রাজ্য হিসেবে গঠিত হয় তেলেঙ্গানা। এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা ছিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস)। তার ভিত্তিতেই নবগঠিত রাজ্যে সরকার গড়েছিলেন টিআরএস নেতা চন্দ্র শেখর রাও। তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে টিআরএস দখল করেছিল ৬৩টি। কংগ্রেস পেয়েছিল ২১টি। তেলুগু দেশম পার্টি (টিডিপি) পেয়েছিল ১৫টি। অন্যান্য ২০। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ