বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকা পাচারকালে ছয় লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবাসহ উখিয়ার রোহিঙ্গা আলমসহ তার সহযোগী টেকনাফের ইব্রাহিমকে র্যাব বরিশালের সদস্যরা গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সীমকার্ড ও নগদ ১৯৭৫ টাকা ও তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব জানায়, ইব্রাহিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালী গ্রামে। তার বাবার নাম মৌলবী মোঃ ইউনুচ। আর আলমের বাড়ি উখিয়া থানার বালুখালী ক্যাম্পের তিন নম্বর সাইটের ৩০ নম্বর বাড়ি। তার বাবার নাম আবুল হোসেন। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরো জানায়, কলাপাড়ার শেখ কামাল সেতুর টোল পয়েন্ট থেকে গত শুক্রবার দিবাগত ভোর রাতে এদের গ্রেফতার করে র্যাব-৮ বরিশালের অভিযানিক দল। তাদের ধারণা মৎস্যবন্দর মহিপুর-আলীপুরের শিববাড়িয়া নদী থেকে ট্রলারযোগে ইয়াবার এই বিশাল চালান এসেছে। স্থানীয় কোন গডফাদার এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। বিষয়টি একাধিক সংস্থা খতিয়ে দেখছেন বলেও জানান র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।