প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ব্লাড রেড রোজ’ অ্যালবামের গানগুলো লেখার সময় কিংবদন্তীতুল্য গায়ক রড স্টুয়ার্ট পুরো সচেতন ছিলেন যে তিনি কোন ধরণের গান লিখবেন না। তিনি জানান তিনি কখনও চাননি ‘স্টে উইথ মি’, ‘হট লেগস’ এবং ‘টুনাইট’স দ্য নাইট’ জাতীয় গান লিখতে। ‘তিনি বলেন, “আমি আরও বয়সোপযোগী গান লিখতে আগ্রহী ছিলাম, আর আশা করি আমি এই কাজে আমি সফল হয়েছি।” এই নতুন অ্যালবামটি ৭৩ বছর বয়সী গায়কটির এক পুনর্জাগরণের পর্যায় বলা চলে যা শুরু হয়েছিল ২০১৩’র ‘টাইম’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। তা অব্যাহত হয়েছে ২০১৫’র ‘অ্যানাদার কান্ট্রি’ দিয়ে। আর আগে তিনি প্রায় এক দশক গান লেখা বন্ধ রেখে ‘গ্রেট অ্যামেরিকান সঙবুক’ সিরিজে শুধু অন্যের গান কাভার করেছেন। তিনি মনে করেন আত্মজীবনী ‘রড : দি অটোবায়োগ্রাফি’ তার গান লেখার সূচনায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তিনি জানান এই সময় তিনি উপলব্ধি করেন রাত জেগে গান লেখা এখন আর জরুরি নয়। তিনি বলেন, “ আমি সাধারণত মাসের মত স্টুডিওতে বন্দি থেকে এই কাজ করতাম। ড্রামসের আওয়াজের জন্য আমরা প্রতিদিন দুই ঘণ্টা ব্যয় করতাম, প্রক্রিয়াটি খুব শ্রমসাধ্য হয়ে পড়েছিল।” ‘ব্লাড রেড রোজ’ অ্যালবামটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।