বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেয়ায় বুধবার রাতে পবা উপজেলার আলিমগঞ্জ বাগান পাড়া এলাকা থেকে দামকুড়া থানা পুলিশ রাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে।
দামকুড়া থানার ওসি জানান, কিছুদিন ধরে আলিমগঞ্জ এলাকার এক ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো রাকিব। গত বুধবার সন্ধ্যায় সে ওই ব্যবসায়ীর বাসায় গিয়ে দেখা করে।
এক পর্যায়ে সেই তার বাসায় থাকতে চায়। এর পর সে মদের বোতল বের করে সেখানে পান করে। তার আচরণে সন্দেহ হলে ওই ব্যবসায়ী দামকুড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রাকিবের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, রাকিব কিছুটা মানষিক ভারসাম্যহীন।
এর আগেও সে বিভিন্ন জনের কাছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।