গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শুক্রবার বাদ জুম’আ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসমাবেশে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সভাপতিত্ব করবেন। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ, দীনদার বুদ্ধিজীবগণ বক্তব্য রাখবেন। মহাসমাবেশে যোগদানের জন্য সারাদেশ থেকে বাস, ট্রাক, মাইক্রো, লঞ্চ, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা গতকাল রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। দূরদুরান্ত থেকে অনেকেই গতরাতে রাজধানীতে পৌঁছেছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নরুল হুদা ফয়েজী, সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।