Inqilab Logo

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহের ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিয়ন্ত্রিত চিনিকলসমূহের পরিচালকবৃন্দের উপস্থিতিতে গত ০১ ও ০২ অক্টোবর তারিখে চিনিশিল্প ভবনে “ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়। সম্মেলনটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো. আবদুল হালিম, সচিব, শিল্প মন্ত্রণালয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএফআইসি এর চেয়ারম্যান জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

পরিচালকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, চিনিশিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে চিনি উৎপাদনের পাশাপাশি পণ্য উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে। তিনি চিনিশিল্পকে এগিয়ে নিতে ও লাভজনক করতে সঠিক কর্মপন্থা তৈরি ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, জনাব আবুল কাসেম, এবং মিসেস ফৌজিয়া নাহার ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেনসহ সকল ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রায়ত্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ