Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে ধর্মঘট পালন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত আট পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেন শ্রমিকরা। গতকাল ভোর ৬টা এ কর্মসূচি পালন করেন তারা। মজুরি কমিশন বাস্তবায়ন, সাপ্তাহিক বকেয়া মজুরি, বদলি শ্রমিক স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিলে এ ধর্মঘট পালন করে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হয়।
সকালে প্লাটিনাম কলোনি এলাকায় এক সমাবেশের আয়োজন করেন শ্রমিক নেতারা। সেখানে অন্যান্য পাটকলের শ্রমিকরাও উপস্থিত ছিলেন। এ সময় অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের ১১ দফা বাস্তবায়নে উদ্যোগ নিতে দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিষদ ঘোষিত কর্মসূচি চলবে। গত বেশ ক’দিন ধরে দাবি-ধাওয়া নিয়ে আন্দোলন করছেন খুলনার বিভিন্ন পাটকলের শ্রমিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রায়ত্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ