মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীরের পৌর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। প্রথম দুই ধাপের নির্বাচনে ১৮৭টি ওয়ার্ডের মধ্যে ১৩১টিই ফাঁকা পড়ে আছে অথবা বিনা প্রতিদ্বদ্বীতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। কমপক্ষে চারটি পৌর এলাকায় অর্ধেকের বেশি ওয়ার্ডে কেউ প্রার্থীই দেয়নি। চিফ ইলেক্টোরাল অফিসার শালিন কাবরা বুধবার যে আংশিক চিত্র তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে দক্ষিণ কাশ্মীরের কুলগামের ফ্রিসাল মিউনিসিপ্যালিটিতে একজন প্রার্থীও মনোনয়ন পত্র জমা দেয়নি। এসএএম।
পরিবর্তনের পথে ভুটানের রাজনীতি
ইনকিলাব ডেস্ক : পার্বত্য রাষ্ট্র ভুটানের ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী শেরিং তোবগের বিদায় নিশ্চিতভাবে দেশটির রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের সূচনা করবে। তৃতীয় পার্লামেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ড. লোতে শেরিং এর নেতৃত্বাধিন দ্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি)’র কাছে হেরে গিয়ে ক্ষমতাসীন পিপলস ডেমক্রেটিক পার্টি (পিডিপি) বিদায় নিয়েছে। ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন তোবগে। ১৫ সেপ্টেম্বর চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় অবস্থান লাভ করে ক্ষমতাসীন দল। ফলে আইন অনুযায়ী আপাতত রাজনীতির দৃশ্যপট থেকে দলটিকে বিদায় নিতে হচ্ছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।