নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিন এখন দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তি। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে আয়োজন করেছিল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। ফুটবলের উন্নয়ন ও প্রসারের জন্য বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বাফুফের আগামী নির্বাচনে এই তরফদার রুহুল আমিনকেই সভাপতি প্রার্থী ঘোষণা করেছে। গত শনিবার পর্যটননগরী কক্সবাজারে অনুষ্ঠিত সংস্থাটির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
‘ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনার শপথ নিন’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বর্তমানে সংগঠনটির মহাসচিবের দায়িত্বে আছেন তরফদার রহুল আমিন। সভায় ৬৪ জেলার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে রুহুল আমিনকে ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা করেন নাছির উদ্দীন। প্রার্থী ঘোষণার বিষয়টি স্বীকার করে রুহুল আমিন বলেন, ‘কক্সবাজারে বিশেষ সাধারণ সভায় ৬৪ জেলার প্রতিনিধিদের সম্মতিক্রমে মেয়র মহোদয় আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমার ওপর আস্থা রাখায় আমি সবার কাছে কৃতজ্ঞ। সংগঠনের উন্নয়নে বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।