Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি জাতিসংঘে এসে মানুষকে ভয়াবহ আতঙ্কে রেখে শান্তির কথা বলছে -মিল্টন ভূঁইয়া

যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৯:০৬ পিএম | আপডেট : ১২:০৮ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি নেতা মিল্টন ভূঁইয়া বলেন , দেশের সাধারণ মানুষকে খুন গুম আর ভয়াবহ আতঙ্কের মধ্যে রেখে জাতিসংঘে এসে শান্তির কথা বলে বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করছে শেখ হাসিনা। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার। তারা দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর জেল-জুলুমসহ হত্যার রাজনীতি করছে। এ বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের আগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশে করে । স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় খালেদা জিয়া মুক্তি পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়া নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠন এ সমাবেশের আয়োজন করে ।

এ বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত, বিনাভোটের প্রধানমন্ত্রীর দাবিদার শেখ হাসিনার ভাষণ দেওয়ার কোনই অধিকার নেই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি। যুক্তরাষ্ট্রের যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ আন্দোলন সর্বাত্মক ভাবেই সফল হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ১ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ,সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড: আ ন ম এহছানুল হক মিলন, এবং বিএনপি'র কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, আব্দুর সবুর, রোকিবউদ্দিন দুলাল, কাজী আজম, মোকসেদুল হক, দিপু, নুর আলম, গোলাম রাব্বানী, সুমন, সালে আহম্মেদ রুমেল, সবুজ, সোহাগ রানা, নাজমুল, সাইফুল, বোদি আলম, আহাদসহ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি'র নেতাকর্মীরা।

উল্লেখ, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাকে কেন্দ্র করে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর থেকেই জা্তিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের একপাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে শুরু করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ