Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুরে পুলিশ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে মির্জাপুর ও নাগরপুর উপজেলার সীমান্তবর্তী বারিন্দা বাজার থেকে ৩৫ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইলের পুলিশ লাইনের সদস্য মাইনুল ইসলাম (২৭) ও তার চাচাত ভাই সজীব (২৩)। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার চরবিলসা গ্রামে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আটককৃতরা ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক শফিকুল আলম, কমল সরকার ও খোকন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল নাগরপুর থানা এলাকা হওয়ায় আটককৃতদের বিরুদ্ধ আইনগত পদক্ষেপ নেয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নাগরপুর থানায় পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ