Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চাঁদপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মডেল থানা পুলিশের পৃথক অভিযানে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের আদালতে সোর্পদ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
উপ-পরিদর্শক বিপ্লব নাহা অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহমাহমুদপুর ইউনিয়নের ইয়াছিন খাঁন (২৮) কে আটক করে। এছাড়া পৃথক অভিযানে বিষ্ণুদীর ফজল গাজীর ছেলে ফারুক গাজী (২৮), শহরের জামতলার মৃত আবুল কাসেম খাঁনের ছেলে ফয়সাল খাঁন (২৭) কে ১০ পিস ইয়াবাসহ ও বিষ্ণুদীর রফিক গাজির ছেলে সুরুজ গাজি, গাজিপুর জেলার হাড়ভাঙ্গা থানার হাবিবুর রহমানের ছেলে রোমান সরকার (২৮)কে ৯ পিচ ইয়াবাসহ, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড দাসদী গ্রামের মালেক পালোয়ানের ছেলে মো. তানভির (২৫)কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ওসি তদন্ত মাহবুব রহমান মোল্লা জানান, এদের বিরুদ্ধে মডেল থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ