Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথচলা হোক নিরাপদ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সম্প্রতি এক শ্রেণির রিকশাচালক দেখা যায়, যারা ভাড়া নিয়ে খুব একটা দরদাম করে না। তারপর যখন রিকশায় উঠবেন, তখন কিছুদূর যাওয়ার পর খেয়াল করলে দেখবেন, তারা মোবাইল ফোনে কথা বলছে অথবা ইয়ারফোন ব্যবহার করছে। কথার তালে তালে তারা আপনার গন্তব্যস্থল, বর্তমান অবস্থান এবং কোন রাস্তা দিয়ে যাবে তার বর্ণনা দিতে থাকবে তার সঙ্গীকে। তুই বাইর হ, আমি খ্যাপটা নামায় দিয়াই আইতাসি। না, মৌচাক দিয়া যামু না, রাস্তা খারাপ। ডাক্তার গলি দিয়া বাইর হমু› ইত্যাদি। এরা আসলে ছিনতাইকারী চক্র। আর এদের প্রধান টার্গেট হলো নারী ও কম বয়সী ছেলেমেয়েরা। এ রকম পরিস্থিতিতে বুঝেশুনে, তাদের না বুঝতে দিয়ে নেমে পড়ূন অথবা ছলেবলে দোকান থেকে কিছু কিনবেন বলে নেমে দোকানে ঢুকে পুলিশ ও নিকট আত্মীয়দের ফোন করুন। এ রকম ঘটনা সিএনজিতেও হতে পারে। তাই সাবধান।
সাইয়েদা তাইয়েবা
ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন