বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সালথায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক গ্রুপ অপর গ্রুপের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন এর সমর্থকদের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফছারউদ্দিন মাতুব্বর এর সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
জানাগেছে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায় অবস্থিত কাগদী মুরুটিয়া আলহাজ¦ এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৭ অক্টোবর। সোমবার সকালে এ নির্বাচনের প্যানেল প্রার্থীর পক্ষে গিয়াসউদ্দিন সজ্জনকান্দা গ্রামে ভোট চাইতে গেলে আফছার উদ্দিনের সমর্থক হাফেজ মোল্যা লোকজন নিয়ে বাধা সৃষ্টি করে। এতে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে উঠে। পরে উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা চলে। এসময় আফছার উদ্দিন মাতুব্বরের সমর্থকেরা কাগদী বাজারের গিয়াসউদ্দিনের সমর্থকদের ৩ টি দোকান ভাঙচুর করে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।