Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিল ভরাট বন্ধ করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এখন বর্ষাকাল, খাল-বিল পানিতে টইটম্বুর করার কথা; কিন্তু তেমনটি দেখাচ্ছে না সাতক্ষীরা জেলা কলারোয়া থানার সোনাবাড়িয়া ইউনিয়নের নকাটি বিলটি। এখানে মানুষজন তাদের নিত্যব্যবহার্য সামগ্রীর উচ্ছিষ্ট ফেলে দিচ্ছে অসচেতনভাবে। ফলে ভরাট হয়ে যাচ্ছে এই ঐতিহাসিক বিলটি। বর্ষাকালের ঠিক এই সময়ে বিলটি বেছে নেওয়া হয় সোনালি ফসল পাটের জাগ দেওয়ার ব্যবস্থার জন্য। ফলে প্রাচীন এই পদ্ধতি প্রয়োগে পাটের জাগের ওপরে থাকা মাটি গড়িয়ে পড়ছে বিলে এবং আস্তে আস্তে ভরাট হচ্ছে বিলের একাংশ। পশুপাখির অভয়ারণ্য হিসেবে খ্যাত এই নকাটি বিলটি সর্বদা থাকে নানা ধরনের দেশি-বিদেশি পাখি-প্রাণীতে ভরপুর। বিলের জলে পাওয়া যায় নানা ধরনের মাছ; যেমন- শোল, বোয়াল, লাক্ষ্যা, লইটা, চিতল, বাইম, পাবদা, চিংড়ি, মাগুর, পুঁটি, টেংরা, কাকচিল, রুই, কাতলা, কালবাউস, পাতাড়ি ইত্যাদি। তাই পশুপাখির অভয়ারণ্য এই নকাটি বিল ভরাট বন্ধ করুন।
মো. ওসমান গনি শুভ
সোনাবাড়িয়া, সাতক্ষীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন