Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আমাদের দেশে উচ্চশিক্ষায় অনেক বৈষম্য পরিলক্ষিত হয়। এ জন্য সাধারণ ছাত্রদের অনেক বেগ পেতে হয়। উচ্চ মাধ্যমিক পাসের পর তারা কমপক্ষে দশ থেকে ১৫টি ভার্সিটিতে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা দেয়; যা অত্যন্ত কষ্টকর, পরিশ্রম ও সময়সাধ্য কাজ। যে শিক্ষার্থীর বাড়ি বগুড়া তাকে চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তির জন্য যেতে হয়। সেখানে যদি তার কেউ না থাকে, তাকে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়। পরে স্কোর অনুসারে শিক্ষার্থীরা পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও এ নিয়ম চালু করা যেতে পারে। এতে করে যেমন শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে, তেমন ভার্সিটি ভর্তিতেও স্বচ্ছতা আসবে। তাছাড়া এর সুফল ভার্সিটি প্রশাসনও ভোগ করবে। আশা করি, সরকারসহ ভার্সিটি প্রশাসনও এ বিষয়টি ভেবে দেখবে।
সম্পদ পোদ্দার বলরাম
কর্মকারপাড়া, শেরপুর, বগুড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন