Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট বিএনপির ১৩ নেতাকর্মী আটক

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

 নতুন করে মামলার ধাক্কায় সিলেট বিএনপি-ছাত্রদল-জামায়াতের নেতাকর্মীরা। ৮টি মামলায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এ নিয়ে চাপা ক্ষোভ বইছে নেতাকর্মীদের মধ্যে। সরকারী কাজে বাধা, হামলা ভাঙচুরের ঘটনায় মুলত পুলিশ বাদী এ মামলাগুলো।
জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেন, মামলা এখন গা-সহ্য হয়ে গেছে। প্রশাসনকে ব্যবহার করে দমন নিপীড়নের মামলা নামক অস্ত্রে ভীত নয় নেতাকর্মীরা। বরং তারা সংগঠিত ও উজ্জীবিত। এদিকে বিভিন্ন থানায় দায়েরকৃত এই মামলাগুলোকে কাল্পনিক ও গায়েবী আখ্যায়িত করে তা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানায়েছে বিএনপির কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সকল নেতৃবৃন্দ। এপর্যন্ত জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসার গৃহকর্মী ও ব্যক্তিগত গাড়ি চালকসহ ১৩জন নেতাকর্মী কে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ