বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কষ্টি পাথরের মূর্তিসহ মো. সুমন (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রাম থেকে তাকে আটক করা র্যাব সদস্যরা। গতকাল শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র্যাব-৮। সুমন কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ভারপ্রপ্ত কোম্পানির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুইশুর গ্রামের মো. খোকন শিকদারের বাড়ির কাছে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে সুমন পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ল²ী দেবীর একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সুমন দেশের বিভিন্ন এলাকা থেকে মূল্যবান পাথরের তৈরি মূর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিক্রি করে দেশের বাইরে পাচার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ব্যাপারে কাশিয়ানী থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।