Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদের চারপাশ ঘেরা বৈদ্যুতিক আবরণে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৫ পিএম

চাঁদের আলো নিয়ে মানুষের মধ্যে এক সময় ভুল ধারণা প্রচলিত ছিল। মানুষ মনে করত, চাঁদের নিজস্ব আলো রয়েছে। কিন্তু এক সময়ে বিজ্ঞানীরা এই ভুল প্রমাণ প্রমাণ করতে সক্ষম হন। চাঁদ যে আলো দেয় বা পৃথিবী থেকে আমরা চাঁদের যে আলো দেখতে পাই সেটি আসলে সূর্যের আলো। চাঁদের আলোর মতোই চাঁদ সম্পর্কে নিত্যনতুন তথ্য আবিষ্কার করে চলেছেন বিজ্ঞানীরা। এবার একদল গবেষক জানিয়েছেন, চাঁদকে ঘিরে রয়েছে এক ধরনের শক্তিশালী বৈদ্যুতিক আবরণ। আর এই আবরণে জমে থাকা বৈদ্যুতিক আধানের আধিক্যের কারণেই চাঁদের আলো বেশি উজ্জ্বল দেখায়।খবর ন্যাশনাল জিওগ্রাফিক।

উঁচু-নিচু এবং ধূসর পৃষ্ঠের এই চাঁদ সম্পর্কে মানুষের ধারণা ছিল প্রাণহীন এবং অনুর্বর এক জায়গা চাঁদ। যদিও গবেষকরা চাঁদে প্রাণের অস্তিত্ব খুঁজতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। এমনই এক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন আমাদের ধূসর পৃষ্ঠের এই প্রতিবেশী আসলে ততটা নিরস নয়, অনেক বেশি সপ্রতিভ। চাঁদের চারপাশ ঘিরে রয়েছে বৈদ্যুতিক আবরণ। এই বৈদ্যুতিক আবরণ সূর্য থেকে আসা শক্তিকে জমা করে রাখে। এই কারণেই পূর্ণ চন্দ্রের সময় চাঁদকে অনেক বেশি উজ্জ্বল দেখায়।

সূর্য থেকে যে পরিমাণ আলো চাঁদের উপর গিয়ে পড়ে তার মাত্র শতকরা ১২ ভাগ আলোই কেবল চাঁদ প্রতিফলিত করতে পারে। কিন্তু চাঁদের চারপাশে বলয় তৈরি করে রাখা আবরণে জমে থাকা শক্তির কারণে সূর্যের আলো কখনো কখনো অনেক বেশি উজ্জ্বলতা ছড়াতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদের

১ নভেম্বর, ২০১৬
৭ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ