Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হল ধারাবাহিক ‘আমার সোনা চাঁদের কণা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

পারিবারিক চাপে ছেলেকে বাঁচাতেই ছোট থাকতেই তাকে ফেলে বাড়ি ছাড়েন মা। ছেলে যত বড় হয়, মায়ের প্রতি বাড়তে থাকে তাঁর ঘৃণা। সকলের অজান্তে কালের নিয়মে ফের দেখা হয় মা ছেলের। ছেলে বৌমার সংসারে কাজের লোক হিসাবে আগমন মায়ের। বাস্তবটা সকলের কাছেই গোপন। কেউ জানে না সত্যতা। কিন্তু এই সত্য উদঘাটন হবে বৌমার কাছে। সে কি পারবে ছেলে আর মায়ের দূরত্ব মেটাতে? এই ধারাবাহিকে মায়ের চরিত্রে দেখা যাবে রীতা দত্ত চক্রবর্তীকে আর বৌমার চরিত্রে রয়েছেন জেসমিন রায়। জেসমিনের চরিত্রের নাম ইমন। জেসমিন জানান, আমি এই ধরনের চরিত্র আগে কোনও ধারাবাহিকে করিনি। সব ধারাবাহিকেই শাশুড়ির সঙ্গে বৌমার সমস্যা দেখানো হয়, যদিও এখন বেশ কিছু সিরিয়ালে শাশুড়ি বৌমার বন্ডিং ভালো দেখানো হয়। তবে এই ধারাবাহিকের গল্প বেশ ইমনই প্রথম জানতে পারবে যে এই আসলে সোমের মা। ছেলের চরিত্রে অভিনয় করেছেন রবি সাউ। ধারাবাহিক দিয়ে শুরু হলেও মাঝখানে তিনটি ফিল্মে অভিনয় করেছেন; ফের ছোটপর্দায় ফিরলেন তিনি। তিনি বলেন, সিনেমা অনেক কিছু শেখায়। সিরিয়াল খুবই দরকারি। সিরিয়াল করতে ভালো লাগে। গল্পটাও খুব ভালো তাই অনেক কিছু রিজেক্ট করে এই ধারাবাহিকে রাজি হয়েছি। আমি যে ধারাবাহিক আগে করেছি সেখানে সবই ছিল নারীকেন্দ্রিক তবে এই ধারাবাহিকটি পুরুষকেন্দ্রিক। পাশাপাশি চরিত্রটির দুটি শেড আছে। আগে কখনও এরকম চরিত্র করিনি। ২৮ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টায় সান বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘আমার সোনা চাঁদের কণা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হল ধারাবাহিক ‘আমার সোনা চাঁদের কণা’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ