Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিমা সুলতানা শফির নতুন ছড়ার বই দূর আকাশে চাঁদের দেশে

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কবি নাসিমা সুলতানা শফি ইতোমধ্যে ছড়া সাহিত্যে নিজের অবস্থানকে পাকা করে নিয়েছেন।
এবারের একুশে গ্রন্থ মেলায় কবি নাসিমা সুলতানা শফির নতুন ছড়ার বই ‘দূর আকাশে চাঁদের দেশে’ বেরিয়েছে। চমৎকার ছন্দ ও সহজ ভাষায় লেখা ভিন্ন ভিন্ন স্বাদের মোট ১৩টি ছড়ায় বইটি সাজানো হয়েছে। প্রতিটি ছড়াই ছন্দ গাঁথুনিতে অত্যন্ত চমৎকার। প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত এ বইটি একুশে গ্রন্থ মেলায় প্রথমদিন থেকে পাওয়া যাবে। ১৬ পৃষ্ঠার ‘দূর আকাশে চাঁদের দেশে’ বইটির মূল্য মাত্র ১০০ (একশত) টাকা। বইটির বহুল প্রচার একান্ত কাম্য।
 রফিক মুহাম্মদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিমা সুলতানা শফির নতুন ছড়ার বই দূর আকাশে চাঁদের দেশে
আরও পড়ুন