বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চরপাড়া গ্রামে বুধবার সকাল ৯টার দিকে আগুনে পুড়ে সাবিত্রী রানী দাস (২) নামে এক শিশুর করুণ মৃত্যু এবং তার মা অষ্টমী রানী দাস (২৮) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় চরপাড়া গ্রামের পরিতোষ চন্দ্র দাসের স্ত্রী অষ্টমী রানী দাস তার শিশুকন্যা সাবিত্রীকে নিয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ তাদের বিছানায় ও মশারিতে আগুন ধরে গেলে তিনি জেগে ওঠে আর্ত-চিৎকার শুরু করেন। তার আর্ত-চিৎকারে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণ এবং তাদের উদ্ধার করেন। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে সাবিত্রীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অষ্টমীকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। ঘটনার সময় অগ্নিদগ্ধ অষ্টমীর স্বামী পরিতোষ চন্দ্র দাস বাড়িতে ছিলেন না। তিনি সুনামগঞ্জে একটি সেলুনে কাজ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।