Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ সাবেক সরকারি কর্মকর্তা আটক

যশোর ব্যুরো: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক সরকারি কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে কোতয়ালি মডেল থানার পুলিশ। এদের মধ্যে এসএম ফরিদ আহমেদ নিজেকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে দাবি করেন। অন্য দুইজন হলেন, তার স্ত্রী তামান্না আক্তার পলি ও শ্যালক আল আমিন।
যশোর কোতয়ালী থানার ওসি অপুর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া এসএম ফরিদ ও তার স্ত্রী ও শ্যালককে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক এসএম ফরিদ আহমেদ নিজেকে আইন মন্ত্রণালয়ের পারসোনাল অফিসার হিসেবে পরিচয় দেন। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে তিনি বর্তমানে সাসপেন্ড রয়েছেন। ওসি আরো জানান, ফরিদ নিয়মিত কক্সবাজারে যান। সেখান থেকে ইয়াবা এনে যশোরে পলি ও আল আমিনের মাধ্যমে বিক্রি করান। এর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ