Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফির তিনের অপেক্ষা...

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। আর মাত্র ৩ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আড়াইশ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন নড়াইল এক্সপ্রেস। ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাশরাফি বল হাতে নিয়েছেন ২৪৭ উইকেট।
ওয়ানডে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট মাশরাফির। বারবার ইনজুরিতে পরা সত্তে¡ও মাশরাফি নিজের ক্যারিয়ার গুছিয়েছেন দারুণভাবে। বল হাতে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশকে উৎসবের একাধিক উপলক্ষ এনে দিয়েছেন। রঙিন পোশাকে তাই এখনও মাশরাফি বাংলাদেশের সেরা পেসার।
বিশ্ব ক্রিকেটে ডানহাতি পেসারদের তালিকায় মাশরাফি খুব পিছিয়ে নেই। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন ১৪ নম্বরে। সেরা দশের পর তার ওপরে রয়েছেন কপিল দেব (২৫৩), মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯) ও আব্দুর রাজ্জাক (২৬৯)। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা মাশরাফির। পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলে মাশরাফির পক্ষে সেরা দশে যাওয়া কঠিন নয়।
কিন্তু অতসব ভাবনায় নেই মাশরাফি। তার লক্ষ্য দলকে সেরা সাফল্য দেওয়া। এশিয়া কাপের প্রথম ম্যাচেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন অধিনায়ক। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে দিয়েছেন জোড়া সাফল্য। নিজের মাইলফলক নিয়ে দেশ ছাড়ার আগে অধিনায়ক বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমার নিজের কোন লক্ষ্য থাকে না। কখনো এমন লক্ষ্য নিয়ে খেলি না। আমি চেষ্টা করব অবদান রাখার, যতটুক পারি। এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা নেই।’ তবুও, দলের প্রাণ ভোমরার মাইলফলকের অপেক্ষায় থাকবে গোটা বাংলাদেশও।



 

Show all comments
  • Hifjur Rahman ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫৪ এএম says : 0
    আমার দেখা সর্ব কা‌লের সেরা বাংলা‌দে‌শি ক্রি‌কেটার মাশরা‌ফি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ