Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার চিন্তা অবান্তর -সিলেটে নৌমন্ত্রী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপি এবং জামাত মিলে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের পতাকা জ্বালিয়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার কথা চিন্তা করা একেবারেই অবান্তর হিসেবে মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি ডাক বাংলোতে জাতীয় নদী রক্ষা কমিশন ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজনে সিলেট জেলাধীন জাফলং ও তামাবিল এলাকার নদ-নদী দখল, পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন নৌমন্ত্রী।
এ সময় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করার ব্যাপারে নৌমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীও আমাকে বলেছেন আপনি দেখে আসেন এবং এটার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেন। এর আগে শনিবার সকালে সিলেট পৌঁছে মন্ত্রী গোয়াইনঘাটের জাফলং এর পিয়াইন নদী পরিদর্শন করেন। সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের কৃষি অধিদপ্তরের পরিচালক আবুল হোসেন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ