Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় প্রকৌশলীর স্ত্রীকে হত্যা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিরেন্দ্র নাথ দাস নামের এক সিভিল ইঞ্জিনিয়ারের স্ত্রীকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে যে কোনো সময় উপজেলার কান্দি গ্রামে দাস অ্যাগ্রো ফার্ম লিমিটেডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খরব পেয়ে গতকাল শনিবার কোটালীপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান এসআই আশরাফুল ইসলাম, এসআই মোশারফ হোসেন ও পিএসআই রেজাউল করিম ঘটনা স্থলে গিয়ে ঘরের ভেতর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় বেলা দাসের (৬২) লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সরেজমিন গেলে স্থানীয় শ্রমিক সুমন্ত শীল বলেন, গতকাল শনিবার সকাল অনুমান ৯টার দিকে ফার্মে কাজ করতে এসে প্রথমে পার্শ্ববর্তী গবিন্দ বৈরাগীকে দেখতে পেয়ে কাজ করার কথা জানতে চেয়ে মালিককে খোঁজ করি, না পেয়ে তার ঘরের দরজার শিকল খুলে মাটিতে পরে থাকতে দেখে তার স্বামীকে ফোন করি এবং লোকজনকে জানাই। নিহতের স্বামী কান্দি গ্রামের অক্কুর দাসের ছেলে সাবেক সিভিল ইঞ্জিনিয়ার বিরেন্দ্র নাথ দাস বলেন, আমি শুক্রবার এসে পার্শ্ববর্তী হারতা এলাকায় রনজিৎ সরকারের বাড়িতে ছিলাম। সেখান থেকে খবর পেয়ে এসেছি, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে তিনি আরো বলেন, ইন্দেরহাটের অহিদ নামের এক লোকের কাছ থেকে একজন শ্রমিক এনেছিলাম, সে বৃহস্পতিবার এসে শুক্রবার সারাদিন কাজ করে রাত সাড়ে ৮টার দিকে চলে গিয়েছে, সে তার লোকজন নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, বেলা দাসকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক পর্যায় ধারণা করা হচ্ছে, কে বা কারা জড়িত এখনি বলা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কামলা হয়নি, প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ