পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
জম্মু-কাশ্মীরের কুলগাঁও সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। শনিবার সকালের দিকে ওই এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী চারদিক ঘিরে তল্লাশি অভিযান শুরু করলে তারা নিহত হয়। শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীর জেলার চৌগাঁওয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। ওই এলাকা ঘিরে অভিযান শুরুর পর নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়। পরে বন্দুকযুদ্ধে আরো দু’জন মারা যায়। পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। পাঁচ সন্ত্রাসী নিহত হওয়ার মধ্য দিয়ে এ বন্দুকযুদ্ধ শেষ হয়। অভিযানের সময় বারামুল্লা থেকে কাজিগান্দ পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।