Inqilab Logo

সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

রাজশাহীর মোহনপুরে বাস চাপায় শিক্ষকসহ নিহত ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম

রাজশাহীতে বাসের ধাক্কায় এক শিক্ষকসহ ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো; মোহনপুর উপজেলার নাকইল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল ও ভ্যানচালক মোবারক হোসেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে কেশরহাট বাজারের একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ শিক্ষক উজ্জ্বল আহত হন। পরে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের মৃত্যু হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ