পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় প্রায় ৫০ জন আহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। শুক্রবার গাজার উত্তরাঞ্চলীয় জাবিলাহ এলাকার দক্ষিণাঞ্চলে ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছিল। এ সময় ইসরাইলি বাহিনী তাতে গুলি চালায়। এতে শাদি আব্দেল আল নামে ১২ বছরের এক কিশোর নিহত হয়। এ ছাড়া হানি আফানা এবং মোহাম্মদ শাকুরা নামে ২১ বছর বয়সী আরো দুই যুবককে পৃথক এলাকায় গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।