Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অপমানে মেয়ের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চোর সন্দেহে বাবাকে গণপিটুনির অপমান সইতে না পেরে এক কিশোরী মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিবঙ্গের নন্দীগ্রামের আমদাবাদে। নিজের ঘরের মধ্যে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোমা মাঝি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ওসি অজয় মিশ্র বলেন, ঠিক কী কারণে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটি অপমানে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে খেজুরির বজবজিয়াতে চোর সন্দেহে সোমার বাবা শম্ভু মাঝিকে মারধর করা হয়। গণপিটুনিতে আহত শম্ভু বর্তমানে হেঁড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাছে কোনো অভিযোগ না থাকা সত্তেও ঘেরে মাছ চুরি করতে গিয়ে শম্ভু আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়ায়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ