পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
রাশিয়া ও তার মিত্রদের রক্ষার অঙ্গীকার করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ার অংশগ্রহণে ভস্টক-২০১৮ সামরিক মহড়া পরিদর্শনের সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন এসব অঙ্গীকার করেন। তিনি বলেন, রুশ সামরিক বাহিনীকে আরো অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করা হবে। এসব সরঞ্জাম রাশিয়া ও মিত্রদের রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তিনি বলেন, তার দেশের সামরিক বাহিনীর মহড়াগুলো একইসঙ্গে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক। তিনি রুশ সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন। পুতিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা আমাদের দায়িত্ব। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্নায়ুযুদ্ধ অবসানের পর এটাই সবচেয়ে বড় মহড়া চালাচ্ছে রাশিয়া। এতে রাশিয়ার তিন লাখ সেনার পাশাপাশি চীনের সেনা রয়েছে সাড়ে তিন হাজার। গত মঙ্গলবার মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। রাশিয়ার পাঁচটি অঞ্চলে এ মহড়া চলছে। এতে অংশ নিচ্ছে রাশিয়ার হাজার হাজার ট্যাংক, কম্ব্যাট হেলিকপ্টার, জঙ্গিবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে বড় এ সামরিক মহড়ায় এক হাজার যুদ্ধবিমান, ৩৬ হাজার ট্যাংক ব্যবহার হচ্ছে। রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক শীতল যুদ্ধ-পরবর্তী সময়ের পর সবচেয়ে অবনতি হয়েছে। এ পরিস্থিতির মধ্যে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে রাশিয়া। মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে পুতিন বলেন, রাশিয়া একটি শান্তিপ্রিয় দেশ, যারা যেকোনো দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের জন্য প্রস্তুত। তবে নিজ দেশ ও তার মিত্রদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকা সেনা সদস্যদের দায়িত্ব। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।