মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্যাসের দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি বা কর্মকাণ্ডকে পাগলামি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন তিনি। এ সময় তিনি দাবি করেন যে ইউরোপীয়রা অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।
শুক্রবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার ‘কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রজেক্ট’-এর বৈঠকে অংশ নিয়েছিলেন পুতিন। বৃহস্পতিবার ওই বৈঠকে তিনি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার জন্য অভিযুক্ত করেন।’
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় দেশগুলো সম্মিলিতভাবে আমাদের ওপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এসব করে তারা মনে করেছে যে রাশিয়ান অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু, তাদের হিসাবে ভুল ছিলো।’
তিনি বলেন, রাশিয়া নিষেধাজ্ঞার আকারে "অভূতপূর্ব" পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। এ আগ্রাসনের মূল লক্ষ্য ছিলো রাশিয়ান মুদ্রা রুবেলের পতনে উস্কানি দেওয়া। তারা রাশিয়ার বিদেশী মুদ্রার রিজার্ভ চুরির মাধ্যমে এটা করতে চেয়েছে। এর মাধ্যমে তারা ধ্বংসাত্মক মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করে রুশ অর্থনীতিকে দ্রুত ধ্বংস করতে চেয়েছে।
পুতিন আরও বলেন, নতুন ও দ্রুত বর্ধনশীল বাজারে রাশিয়া তার জ্বালানি সরবরাহ করতে চায়। যেমন: এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা। কারণ, ইইউ রুশ জ্বালানির মূল্য বেঁধে দিয়ে কম মূল্যে আমাদের পণ্য ও পরিষেবাগুলো ব্যবহার করতে চায়। এ ধরনের ভারসাম্যহীন পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না।
বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাকে গুরুত্ব দিয়ে রাশিয়া তাদের জ্বালানি সরবরাহ ও রফতানি বাড়াতে চায়। এ বিষয়ে পুতিন বলেন, ‘২০৩০ সালের মধ্যে রাশিয়া ৮৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে।’ সূত্র : ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।