রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা আফরুজা বেগম (২৬) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে। জানা গেছে, দুপঁচাচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের বড়চাপরা গ্রামের ক্ষুদে ব্যবসায়ী আব্দুল মান্নান গত শুক্রবার ব্যবসায়ী কাজে বাড়ী থেকে বাহিরে যায়। তার স্ত্রী দুই কন্যা সন্তানের জননী আফরুজা বেগম মেয়েদেক নিয়ে বাড়ীতে অবস্থান করে। বড় মেয়ে মনিকা (১০) তার নানার বাড়ীতে যায়। ঘটনার দিন গত বুধবার রাতে ছোট মেয়ে মিনি (৫) কে সাথে নিয়ে আফরুজা বেগম অন্যান্য দিনের মত তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। ঐ রাতেই কোন এক সময় দুর্বৃত্তরা তার ঘড়ের টিনের দরজা কেঁটে ভিতরে প্রবেশ করে। এবং গৃহবধুকে গলা কেঁটে জবাই করে হত্যা করে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনা স্থলে যায় এবং তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। তাকে হত্যার কারন জানা যায়নি।
গাছের চাঁপায় শ্রমিকের মৃত্যু
দুপচাাঁচিয়া উপজেলার বলদাহাট গ্রামে গত বুধবার বিকালে গাছের চাাঁপা পড়ে তোফাজ্জল হোসেন (৩৮) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলদাহাট গ্রামের হযরত আলীর ছেলে শ্রমিক তোফাজ্জল হোসেন ঘটনার দিন গত বুধবার পার্শ্ববর্তী ফুটানিগঞ্জ গ্রামের রাস্তার ধারে গাছ কাটতে যায়। প্রায় ১০টা গাছ কাঁটার পর আরো একিিট গাছ কাঁটার সময় অসাবধানতা বসতো গাছের বাঁধা দরি মিস করে এতে কাঁটা গাছের গোড়া তোফাজ্জল হোসেনের মুখ মন্ডলে উপড় পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।