Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিবেশবান্ধব ফেসবুকের নতুন অফিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ২:০১ পিএম

ফেসবুক এ বার পরিবেশবান্ধব। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক কর্মচারীদের জন্য নতুন অফিস খুলেছে। সেই অফিস শুধু কর্মচারীদের সুযোগ-সুবিধাই দেখবে না, পরিবেশবান্ধবও হবে। বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানির অপচয় বন্ধ করবে।
সম্প্রতি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে ওই নতুন বিল্ডিং এর ছবি শেয়ার করেছেন।
ফেসবুকের অফিস ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সেই পুরনো অফিস লাগোয়াই এই নতুন একতলা অফিসটি বানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ৫২৩ হাজার বর্গ ফুটের ওই অফিসটির নকশা বানিয়েছেন ফ্রাঙ্ক গেহরি। তাতে একসঙ্গে ২০০০ কর্মচারী বসে কাজ করতে পারবেন।
তবে কী ভাবে পানি সঞ্চয় করবে এই পরিবেশবান্ধব তা এখনও খোলসা করেননি ফেসবুক কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, পানির পুনর্ব্যবহারের মাধ্যমে জলের অপচয় রোখা সম্ভব। আর এ ভাবেই বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানির অপচয় রোখা যাবে। সূত্র: আনন্দবাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশবান্ধব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ