Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বেনাপোলে ৩০ লাখ টাকার শাড়িসহ আটক ১

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৯ এএম

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা গতকাল শনিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, চশমা ও ফেনসিডিলের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে। এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় শাড়ি, ৬ হাজার ৫শ’ পিস চশমা ও ৭৭৫ পিস ফেনসিডিলসহ জাহিদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক জাহিদ পুটখালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
জব্দকৃত মালামালের মূল্য ৩০ লাখ টাকা বলে বিজিবি জানায়। মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ