বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে পাঁচকোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে থাকা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্পের’ পরিচালক এস এম শহিদুল ইসলাম আজাদীকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার পিরোজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানা পুলিশ। তার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছে আজাদীর। শহিদুল ইসলাম আজাদী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়ি গ্রামের হাকিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্প নামে একটি এনজিও করে আজাদী দক্ষিণাঞ্চের বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কার্যালয় করে। এসব কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচকোটি টাকা আত্মসাত করে আত্মযোগপন করে সে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করায় তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় পাঁচটি, ঝালকাঠি সদর থানায় একটি ও নলছিটি থানায় তিনটি মামলা হয়। এর মধ্যে বরিশালের একটি মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।