মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শহরটির কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের সুযোগে একটি কারাগার থেকে অন্তত ৪০০ বন্দী পালিয়েছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানী ত্রিপোলির নিকটবর্তী আইন জারা কারাগারের বন্দীরা জেলখানার দরজা ভেঙে দলবেঁধে বেরিয়ে যায়। এ সময় কারাগারের নিরাপত্তারক্ষীরা পলায়নরত বন্দীদের বাধা দেয়ার চেষ্টা করেননি। আইন জারা কারাগারে আটক বন্দীদের বেশিরভাগই সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুসারী বলে জানা গেছে।২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণ-অভ্যুত্থানের সময় এসব ব্যক্তি বহু মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের শেষদিকে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। এরপর থেকেই লিবিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে। গাদ্দাফি সরকারের পতনের পর দেশটিতে বহু সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয়েছে।এসব গোষ্ঠী ভিন্ন ভিন্ন এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। - বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।