Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বগুড়ার সোনাতলা পৌর মেয়র নান্নুসহ দুজন বিস্ফোরক মামলায় কারাগারে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ৪:১৮ পিএম

বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু (৪৫) ও সাবেক ( সোনাতলা সদর) ইউপি চেয়ারম্যান আবুর কালাম আজাদ পুটুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আউয়াল বিস্ফোরক ও মারপিট মামলায় তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালে পৌর নির্বাচনের ভোটের পর দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় এক নম্বর আসামি মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্যারা উচ্চ আদালতের জামিনে ছিলেন। রোববার মেয়র ও সোনাতলা সদর ইউপি সাবেক চেয়ারম্যান ৭ নং আসামী আবুল কালাম আজাদ পুটু চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো নিদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ