Inqilab Logo

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১:০৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধ) মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইদ্রিস আলী মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) নিয়ে আসা কারারক্ষী মো. আহসান হাবীব বলেন, ‘ইদ্রিস আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। এ মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘কতদিন ধরে তিনি হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। শুধু জানি তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি ছিলেন। তার মামলা এখনো চলমান, এখনো সাজা হয়নি।’
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারারক্ষীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ