নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান আফজালুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান। তার মৃত্যুতে পদটি এতোদিন শূন্যই ছিল। বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষিত হয়েছে বিসিবির পরিচালক শেখ সোহেলের নাম। গতকাল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিপিএলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক। আরও জানানো হয়, আসন্ন আসরে রিভিউ সিস্টেম রাখা হবে।
আসন্ন বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এবারের প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটার দলে ভেড়ানোর পাশাপাশি আগের আসরের ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। গেল আসরে পাঁচ বিদেশি খেলানোর নিয়ম করলেও এবারের আসরে চার বিদেশি একাদশে রাখতে পারবে দলগুলো। তবে, রেজিস্ট্রেশনের বাইরেও এই আসরে বিদেশি খেলোয়াড় কেনা যাবে দুটি করে। আর ভেন্যু হিসেবে থাকবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।