Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রেনের টিকিটভ্রান্তি থেকে মুক্তি চাই

চিঠিপত্র

আফফান ইয়াসিন | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আজকাল ট্রেনের টিকিট হাতে পাওয়া সোনার হরিণে পরিণত হয়েছে। স্টেশনে ট্রেন আসার আগেই শোনা যায়, টিকিট শেষ। সেদিন চাঁদপুর থেকে চট্টগ্রাম আসার সময় দেখলাম, প্রায় ২০০ বা এর চেয়েও বেশি মানুষ লাইনে দাঁড়ানো ছিল। তাদের মাঝে মাত্র প্রথম ২০ জন টিকিট পেয়েছে। টিকিট না পাওয়াদের মধ্যে আমিও একজন। একটু পর একজন লোক এসে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করতে চাইল। আমি জানতে চাইলাম, আপনি টিকিট কোথায় পেয়েছেন? সে বলল, আমার কাছে থাকে। আমি আবার জানতে চাইলাম, কয়টা আছে? সে বলল, আপনার কয়টা লাগবে? বুঝতে আর বাকি রইল না, টিকিট ব্ল্যাক হয়েছে। এখন প্রশ্ন হলো, ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় কেনার সামর্থ্য কি সবার থাকে? আর ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় কিনবে কেন? তারা টিকিট কিভাবে বø্যাক করল? নিশ্চয় দায়িত্বরত কর্মকর্তা এর সঙ্গে জড়িত। এমন অপরাধমূলক কর্মকান্ড যেন না ঘটতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন